জুলা ১৫, ২০১৮ সম্পাদনা- সোহেল রেজা আইন ও অপরাধ, আলোচিত নেত্রকোনা, নেত্রকোনা, নেত্রকোনা, নেত্রকোনা সদর, সারাদেশ
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা নন্দীপুর কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান গেলমানকে শিক্ষা প্রতিষ্ঠানের
আড়ালে মাদক ব্যবসা, মাদক সেবন ও নিজ প্রতিষ্ঠানে নারীদের নিয়ে ফুর্তিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে খুজছে পুলিশ।
শুক্রবার (১৪ জুলাই্) দিবাগত রাত ৩টার দিকে অধ্যক্ষ মাসুদুর রহমান গেলমান পরিচালিত নেত্রকোনা-ময়মনসিংহ রোডে অবস্থিত নেত্র ভিশন ইনস্টিটিউটে অভিযান চালিয়ে এর দ্বিতীয় তলার পশ্চিম পার্শ্বের একটি রুম থেকে ৫৪ গ্রাম হেরোইন ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
এ সময় নেত্রকোনা সদর উপজেলা খার বাংলা এলাকার মৃত শাফাজ্জল হোসেন এর ছেলে ইনস্টিটিউটের নৈশ্য প্রহরী লাক মিয়া (৩০) কে আটক করে পুলিশ। পরে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানকে পুজি করে এর আড়ালে মাদক ব্যাবসা, মাদক সেবন ও নিজ প্রতিষ্ঠানে নারীদের নিয়ে ফুর্তিসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থেকে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যায় অধ্যক্ষ মাসুদুর রহমান। তিনি নেত্রকোনা কেন্দুয়া উপজেলার বাহাগুন্দ গ্রামের হাজী আবুল কাশেমের ছেলে । স্ত্রী রুমী আক্তার প্রভাষক-উদ্দ্যেক্তা উন্নয়ন, ওরিয়েন্ট এন্ড বিএম কলেজ, বাহাগুন্দ, কেন্দুয়া।
বিভিন্ন সূত্র জানা যায়, জেলায় নামে বেনামে একাদিক প্রতিষ্ঠান রয়েছে তার। প্রতিষ্ঠান গুলো- ১. নন্দীপুর কারিগরি স্কুল এন্ড কলেজে, পারলা, নেত্রকোনা। ২. নেত্র ভিশন ইনস্টিটিউট (নেত্রকোনা-ময়মনসিংহ রোড) নেত্রকোনা। ৩. আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আটপাড়া, নেত্রকোনা। ৪. মোহিনী-সাঈফি এডুকেটিভ ইনস্টিটিউট (নেত্রকোনা-ময়মনসিংহ রোড) নেত্রকোনা এছাড়াও সে আরো প্রতিষ্ঠান এর সাথে জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান জানান, মাসুদুর রহমান মহান পেশার আড়ালে মাদক ব্যবসা, মাদক সেবন ও নিজ প্রতিষ্ঠানের নারীদের নিয়ে ফুর্তিসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িত। অনেক দিনের অনুসন্ধানের পর নেত্র ভিশন ইনস্টিটিউটে অভিযান চালিয়ে ৫৪ গ্রাম হেরোইন ৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তবে মাসুদুর রহমান কে গ্রেফতার করা সম্ভব হয়নি, পলাতক রয়েছে সে। প্রতিষ্ঠানের নৈশ্ প্রহরী লাক মিয়াকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করা হয়েছে।
ফেব্রু ১৬, ২০১৯ ০
ফেব্রু ১৬, ২০১৯ ০
ফেব্রু ১৬, ২০১৯ ০
ফেব্রু ১৬, ২০১৯ ০
ফেব্রু ১৬, ২০১৯ ০
জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্য আটক
ফেব্রু ১৬, ২০১৯ ০
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬৬
ফেব্রু ১৬, ২০১৯ ০
শিল্প কারখানায় উন্মুক্ত হচ্ছে গ্যাসের সংযোগ
ফেব্রু ১৬, ২০১৯ ০
সুবর্ণচরে নারী পুলিশের লাশ উদ্ধার
ফেব্রু ১৬, ২০১৯ ০
৩২ গডফাদারসহ ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ আজ
ফেব্রু ১৬, ২০১৯ ০