ফেব্রু ২৫, ২০১৮ সম্পাদনা- সোহেল রেজা দর্শনীয় স্থান
সাত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ : এ স্মৃতি সৌধটির অবস্থান কলমাকান্দ উপজেলার নাজিরপুর বাজারের পূর্ব পাশে। ১৯৭১ সালের ২৬ জুলাই নাজিরপুর বারের পূর্ব পাশে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন ডাক্তার আব্দুল আজিজ ফজলুর হক, ইয়ার হামুদ, ভবতোষ চন্দ্র দাস, নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামাল উদ্দিন। এ ছাড়া স্থানীয় জনৈক যুবক কালা মিয়া সে দিন ওই স্থানে শহীদ হয়েছিল।
ভারত বাংলাদেশ সীমান্তে লেঙ্গুড়ার ফুলবাড়ি গ্রামেওই বীর শহীদদের সমাহিত ও দাহ করা হয়েছিল। দেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধারা ৭ বীর শহীদের সমাধি গুলো নাম ফলক যুক্ত করে বাঁদাই করে রেখেছে। ১৯৮৮ সালে নাজিরপুরের ওই যুদ্ধেক্ষেত্রের একাংশে ৭ শহীদ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে একটি সৌধ নির্মাণের উদ্দেশ্যে একটি সৌধ নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়। এর উদ্যোগক্তা ছিল কলমাকান্দা মুক্তিযোদ্ধা সংসদ। তৎকালীন জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানীর দেয়া অর্থে নাজিরপুর ৭ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধটি নির্মিত হয়।
বর্গাকৃতির চারস্থ বিশিষ্ট বেদীর উপর মূল সৌধটি স্থাপিত। নীচ থেকে ত্রিকোণাকৃতির হয়ে ৭ ফুট উপরে একবিন্দুতে মিলিত হয়েছে সৌধটি। পাশে একটি স্তম্ভে ৭ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামাঙ্কিত রয়েছে। অত্যন্ত সরল দৃষ্টিভঙ্গি নিয়ে নির্মিত সৌধটি ৭ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি বহন করছে। স্থানীয় রাজমেস্ত্রী ও মুক্তিযোদ্ধারা মিলে কোন পেশাদার শিল্পীর সহায়তা ছাড়াই এর নক্সা প্রণয়ন ও নির্মাণ কাজ করেছে।
লেখক – আলী আহাম্মদ খান আইয়োব
ফেব্রু ১৬, ২০১৯ ০
ফেব্রু ১৬, ২০১৯ ০
ফেব্রু ১৬, ২০১৯ ০
ফেব্রু ১৬, ২০১৯ ০
ফেব্রু ১৬, ২০১৯ ০
কেন ইতালি ঘুরতে যাবেন?
নভে ১০, ২০১৮ ০
হো চি মিন এর দেশে ৭
সেপ্টে ১১, ২০১৮ ০
পাহাড়িকন্যা লেঙ্গুরা (ভিডিও)
ফেব্রু ২৫, ২০১৮ ০
দূর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটি
ফেব্রু ২৫, ২০১৮ ০
বিরিশিরি কালচারাল একাডেমী
ফেব্রু ২৫, ২০১৮ ০