রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
বাহুবলি খ্যাত পরিচালক এস এস রাজামৌলির বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’ মুক্তির পর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাটের অভিনয়ে জমজমাট এ সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষত, সিনেমার ‘নাটু নাটু’ গানটি অস্কার জয় করে ইতিহাস গড়ে।
সম্প্রতি এক চ্যাট শোয়ে সিনেমাটির শুটিংয়ের স্মৃতিচারণ করেছেন আলিয়া ভাট। তিনি জানান, প্রথমে জুনিয়র এনটিআর-এর তারকা খ্যাতির কারণে কিছুটা ভয় পেয়েছিলেন। আলিয়া বলেন, ‘আমি শুনেছিলাম তিনি অনেক বড় তারকা, তাই স্বাভাবিকভাবেই আমি খুব নার্ভাস ছিলাম। ভেবেছিলাম, সবকিছু ভুলে গিয়ে হয়তো শুটিংয়ে গিয়ে ভুল করে বসব। তবে বাস্তবে তার বিপরীত কিছু ঘটেছিল। জুনিয়র এনটিআর আমাকে বেশ সহায়তা করেছিলেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করিয়েছিলেন।’
শুটিংয়ের বাইরে আলিয়া জুনিয়র এনটিআরের বাসায় রাতের খাবারের নিমন্ত্রণ পেয়েছিলেন। সেই সময়ে আলিয়া ও রণবীর কাপুর সবার সামনে প্রথমবার তাদের অনাগত সন্তানের সম্ভাব্য নাম নিয়ে আলোচনা করেছিলেন। আলিয়া স্মৃতিচারণ করে বলেন, ‘সেটাই প্রথমবার আমাদের সন্তান নিয়ে কথা বলি, মেয়ে হলে এই নাম রাখব, ছেলে হলে অন্যটা।’
বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘জিগরা’-এর কাজে। সিনেমাটি প্রযোজনা করছেন তিনি নিজেই ধর্মা প্রোডাকশনের সঙ্গে। অ্যাকশন ঘরানার এ সিনেমাটি পরিচালনা করেছেন ভাষণ বালা এবং মুক্তির কথা রয়েছে আগামী ১১ অক্টোবর। এছাড়া আলিয়ার হাতে রয়েছে আরও একটি সিনেমা, যার নাম ‘আলফা’।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া