রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
ময়মনসিংহ সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ইসলামবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা এবং বৈবাহিক সম্পর্কে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলার মতো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হলে আমরা কারবালা তৈরি করব।” তিনি শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাবিদদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বলেন, “শিক্ষা সংস্কার কমিশনে যেসব নাস্তিক ও মুরতাদদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের সরাতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ এবং নাস্তিক্যবাদ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশের শিক্ষা ব্যবস্থায় কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন চালু করার বিষয়ে আপোষ করা চলবে না।”
সমাবেশে মামুনুল হক আরও উল্লেখ করেন, “ইসলামবিরোধী এজেন্ডা রুখে দিতে প্রয়োজনে আমরা আবার শাপলা চত্বরে ফিরে যাব। আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা এবং সেই সংগ্রাম চালিয়ে যাব।”
তিনি বলেন, “ইউনূস নেতৃত্বাধীন সরকারকে আমরা এখনও সমর্থন দিয়ে যাচ্ছি, তবে সরকারকে বুঝতে হবে যে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ছাড়া সরকার পরিচালনা করা সম্ভব নয়।”
সভায় অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমীন, এবং সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।