রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যশ রাজ ফিল্মসের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’-এর মুখ্য চরিত্র নিয়ে জল্পনার অবসান ঘটেছে। খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে। শনিবার ৪২ বছরে পা রাখা রণবীরের জন্য এটি বিশেষ উপলক্ষ, কারণ এই ছবি হতে চলেছে তার ক্যারিয়ারের ২৫তম চলচ্চিত্র।
আদিত্য চোপড়া ধুম ফ্র্যাঞ্চাইজির জন্য রণবীরকে ‘আদর্শ পছন্দ’ বলে উল্লেখ করেছেন। তার মতে, ধুমের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে রণবীর কাপুরই সঠিক নির্বাচন। জানা গেছে, রণবীর বহুদিন ধরেই ধুম ফ্র্যাঞ্চাইজির অংশ হতে আগ্রহী ছিলেন এবং এই ছবির মূল ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
ধুম ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে, যখন প্রথম ধুম মুক্তি পায় এবং তা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। এরপর ২০০৬ সালে হৃতিক রোশন ও ঐশ্বর্য রাই অভিনীত ‘ধুম ২’ এবং ২০১৩ সালে আমির খানের সঙ্গে ‘ধুম ৩’ মুক্তি পায়, যা সিরিজটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।
ধুম ৪-এর কাস্টিং নিয়ে বহু জল্পনা-কল্পনার পর অবশেষে রণবীর কাপুরকে কেন্দ্রীয় খলনায়কের চরিত্রে দেখা যাবে। ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং এটি নির্মিত হবে আধুনিক সময়ের প্রেক্ষাপটে। নির্মাতা সূত্র জানিয়েছে, সিনেমাটিতে থাকবে এমন কিছু চমক, যা আগে দর্শকরা কখনও দেখেনি।
শাহরুখ খানকেও একসময় ধুম ৪-এর জন্য ভাবা হয়েছিল, তবে এ বিষয়ে তিনি কখনও কোনো মন্তব্য করেননি।
‘ধুম ৪’-এর শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষের দিকে, আর মুক্তির দিন ধার্য করা হয়েছে ২০২৬ সাল।