রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক , নেত্রকোণা আলো ডটকম:
পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বিদ্যুৎ প্রকৌশলী এবং একজন বন্দর কর্মী ছিলেন। রোববার (৩০ সেপ্টেম্বর) এই হামলা সংঘটিত হয়।
একই সময়ে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি বোমা হামলায় ১০৫ জন নিহত হয়েছেন বলে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী এই হামলার বিষয়টি স্বীকার করেছে। তারা বিবৃতিতে জানায়, ইয়েমেনের রাস ইসা ও হোদেইদা সমুদ্রবন্দর এবং সেখানে অবস্থিত বিদ্যুৎ প্রকল্পগুলোতে হামলা চালানো হয়েছে।
আল মাসিরাহ টিভি জানায়, এই হামলার ফলে হোদেইদার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যা স্থানীয়দের চরম ভোগান্তিতে ফেলেছে।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় ১০৫ জন নিহত হওয়ার ঘটনা ভয়াবহ বোমা হামলার ফলাফল বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বৈরুতের কোলা এলাকায় এই হামলা সংঘটিত হয়।
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকেই লেবাননে বিমান হামলা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে, যেখানে আরও হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরেক নেতা নাবিল কাওউকও এসব হামলায় নিহত হয়েছেন।
লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে ইসরায়েল সীমান্তে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যদিও ইসরায়েল দাবি করেছে যে এসব ক্ষেপণাস্ত্র উন্মুক্ত স্থানে পড়েছে।
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম