রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কারাগারে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ মোহাম্মদপুরে ডাকাতি : বরখাস্ত ৫ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১১ জন গ্রেপ্তার কলমাকান্দায় রসুর (লইচ্ছা) সেতুর সংযোগ সড়ক ঝুঁকিতে, দ্রুত সংস্কারের দাবি নেত্রকোণার মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়ন বিএনপি সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হজের জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ সময় জানাল ধর্ম মন্ত্রণালয় জুলাই-আগস্টের আন্দোলনে গুলি, ১২৬ অস্ত্রধারী শনাক্ত অনুপ্রবেশের সময় ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি আমরা সবাই বাংলাদেশি, একই সূত্রে গাঁথা : রাষ্ট্রপতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা
গাজীপুরে কারখানা ভাঙচুরের অভিযোগে ৮ জন আটক

গাজীপুরে কারখানা ভাঙচুরের অভিযোগে ৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় ভাঙচুর চালানোর অভিযোগে আটজনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার বিকেলে কোনাবাড়ী আমবাগ পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন- সজিব (২২), আলাউদ্দিন (২০), মঞ্জু (৩১), সম্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। তাদের কোনাবাড়ি থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তারা আমবাগে অবস্থিত পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালান। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানার মূল ফটক ও বিল্ডিংয়ের গ্লাস ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় ভাঙচুর চালানোর অভিযোগ ৮ জনকে আটক করা হয়।
এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার মো.মনোয়ার হোসেন বলেন, বিজিএমই ঘোষিত শ্রমিকদের যে দাবি-দাওয়া তা মেনে নেওয়া হয়েছে। তারপরও কেন তারা আন্দোলন করছে বুঝতে পারছি না।
পি.এন.কম্পোজিট লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার খালেকুজ্জামান বলেন, আমাদের শ্রমিকদের আগে ছেড়ে দেওয়া হয়েছিল। পার্শ্ববর্তী একটি কারখানার শ্রমিকরা এসে আমাদের কারখানায় ভাঙচুর চালায়।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বলেন, ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com