রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
বিপিএলে এবার প্রধান উপদেষ্টার ছোঁয়া, দর্শকদের জন্য রয়েছে সুখবর কারাগারে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ মোহাম্মদপুরে ডাকাতি : বরখাস্ত ৫ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১১ জন গ্রেপ্তার কলমাকান্দায় রসুর (লইচ্ছা) সেতুর সংযোগ সড়ক ঝুঁকিতে, দ্রুত সংস্কারের দাবি নেত্রকোণার মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়ন বিএনপি সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হজের জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ সময় জানাল ধর্ম মন্ত্রণালয় জুলাই-আগস্টের আন্দোলনে গুলি, ১২৬ অস্ত্রধারী শনাক্ত অনুপ্রবেশের সময় ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি আমরা সবাই বাংলাদেশি, একই সূত্রে গাঁথা : রাষ্ট্রপতি
ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণার আলো ডটকম:
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর গাড়িতে হামলা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের টিএরোডে এ ঘটনা ঘটে।

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করা নিয়ে শহরে এসেছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে

এই মানববন্ধনটির আয়োজক ছিলো জেলা আহলে সুন্নত ওয়াল জামাত।

কিন্তু নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচী বাতিল ঘোষণা করেন। ওদিকে তার শহরে প্রবেশের বিরােধীতা করে সম্মিলিত কাওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন প্রেস ক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচী দেয়।

সোমবার দুপুরে টিএরোড ফকিরাপুল ব্রীজের ওপর

সঙ্গীয় লোকজনকে নিয়ে গাড়িতে উঠেন তাহেরী। সেখান থেকে কাউতলী এলাকায় যাওয়ার পথে টি এ রোডে উপস্থিত মাদ্রাসার ছাত্ররা চারদিক থেকে ঘেরাও করে তার গাড়িতে হামলা চালায়। তার গাড়ি ভাঙ্গচুর করে। এতে তিনিসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন। মাদ্রাসার বিক্ষুদ্ধ ছাত্ররা গাড়ি থেকে গিয়াস উদ্দিনকে বের করার চেষ্টা করেন। তারা দ্রুত গাড়ি নিয়ে ওইস্থান ত্যাগ করেন।

এ ব্যাপারে গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন- বেলা আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টিসেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুুছিয়া মাদ্রাসার বরাবর পৌঁছলে মাদ্রাসা ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি। আমি দ্রুতই অভিযোগ করব।

এ বিষয়ে সম্মিলিত কাওমী প্রজন্মের সমন্বয়ক কাজী সাইফুর রহমান মুন্না জানান-প্রশাসন অনুমতি না দেয়ার পরও তারা এসেছিলো। মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতা বলতে চেয়েছিলো আপনারা চলে গেলে ভালো হয়। এনিয়ে ফকিরাপুলে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রদের মারধোর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান-টিএরোড দিয়ে যাওয়ার সময় তার গাড়িতে ঢিল মারা হয়। গাড়ির সামনে ও সাইডে ঢিল পড়ে। তার একটি প্রোগ্রাম ছিলো। এবিষয়ে গােয়েন্দা রিপোর্ট ছিলো প্রোগ্রাম করতে এলে ঝামেলা হতে পারে। আমরা বলেছিলাম ডিসি সাহেবের পারমিশান ছাড়া যাতে প্রোগ্রাম না করে। তাহেরী সাহেব আমাকে ফোন করে গাড়িতে হামলার অভিযোগ জানিয়েছেন। বলেছি লিখিত দিলে ব্যবস্থা নেব। তাহেরী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের বাসিন্দা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com