শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
একেএম মোজাম্মেল হক, কলমাকান্দা:
সম্প্রতি অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে কলমাকান্দার রসুর (লইচ্ছা) সেতুর উভয় পাশের সংযোগ সড়কের নিচের মাটি সরে গেছে। ফলে সেতুটি ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং ভাঙনের হুমকিতে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল দেখে দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন।
জানা যায়, উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া এলাকায় এই সেতু দিয়ে প্রতিদিন শতাধিক ছোট-বড় যানবাহন, পিকআপ, অটো-ইজিবাইক ও লরি চলাচল করে। ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সেতুর উভয় পাশের সংযোগ সড়কের নিচের অংশের কোনো সংস্কারকাজ শুরু হয়নি। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০০০ সালে নির্মিত এই সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, যানবাহনের চাপ বাড়লে সেতুটি মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই সড়ক দিয়ে রংছাতি ইউনিয়নসহ পার্শ্ববর্তী উপজেলার প্রায় ২৫-৩০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দা ছাদু মিয়া ও হোসেন আলী বলেন, পাহাড়ি ঢলের তীব্র স্রোত এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সেতুর সংযোগ সড়কসহ তাদের বসতবাড়ি মহাদেও নদে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ মমিনুল ইসলাম বলেন, “সেতুটি অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আপাতত সংকেত দিয়ে সতর্কতা জারি করা হবে এবং সংস্কারের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, “সংযোগ সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।”