শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

 বাংলাদেশ থেকে ১ কোটিরও বেশি ভিডিও অপসারণ করেছে টিকটক

 বাংলাদেশ থেকে ১ কোটিরও বেশি ভিডিও অপসারণ করেছে টিকটক

অনলাইন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:

কমিউনিটি গাইডলাইনের পরিপন্থী হওয়ায় বাংলাদেশী ব্যবহারকারীদের আপলোড করা ১ কোটিরও বেশি ভিডিও টিকটক তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে। সম্প্রতি, টিকটক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৪৫টি ভিডিও সরানো হয়েছে। পূর্ববর্তী প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) এই সংখ্যা ছিল ৭১ লাখ ৭১ হাজার ৮৩২।

এতে দেখা যাচ্ছে, বাংলাদেশে টিকটক কমিউনিটি গাইডলাইনের প্রয়োগে আগের চেয়ে আরও কঠোর হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও সরানোর হার ছিল ৯৯.৬ শতাংশ, যার মধ্যে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে ৯৭.২ শতাংশ ভিডিও।

বিশ্বব্যাপী পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ের মধ্যে টিকটক ১৭ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৪৬৫টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর ১ শতাংশ। সরিয়ে নেওয়া ভিডিওগুলোর মধ্যে ১৪ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ১৩৩টি ভিডিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত ও অপসারণ করা হয়েছে।

সাবধানতা অবলম্বন করতে গিয়ে, ৩১ শতাংশ ভিডিও টিকটকের কনটেন্ট নীতিমালার সাথে অমিল থাকার কারণে সরানো হয়েছে, ১৫ দশমিক ১ শতাংশ ভিডিও সুরক্ষা মানদণ্ডের পরিপন্থী এবং ৪ দশমিক ৭ শতাংশ ভিডিও গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা অমান্য করায় অপসারণ করা হয়েছে।

টিকটক কনটেন্ট নিয়ন্ত্রণে সচ্ছতা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ রিপোর্টের মাধ্যমে এটি আবারও নিশ্চিত করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com