শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
এই ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন দেশের বেশ কয়েকজন পরিচালক। তাদের মধ্যে একজন হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় তিনি এ ঘোষণা দেন।
রায়হান রাফী বলেন, “সিনেমা এমন একটি শিল্পমাধ্যম, যার মাধ্যমে সমাজের প্রতিবাদ ও পরিবর্তনকে তুলে ধরা যায়। সাম্প্রতিক এই আন্দোলনের ঘটনাগুলো সিনেমার মাধ্যমে মানুষের মনে স্থায়ীভাবে ধরে রাখা সম্ভব। অভ্যুত্থান নিয়ে অনেক গল্প আছে, যেগুলো নিয়ে সিনেমা বানানো উচিত।”
রাফী জানান, তিনি নিজের জায়গা থেকে দ্রুতই সিনেমাটি নির্মাণের চেষ্টা করবেন। তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থান নিয়ে এত এত টুইস্ট ও গল্প আছে, যা সিনেমার জন্য এক অনন্য বিষয়। সত্য ঘটনা নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে, এবং এই ঘটনার সিনেমা তৈরি না করার কোনো কারণ নেই।”
উল্লেখ্য, শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত রায়হান রাফীর সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’ বর্তমানে পাকিস্তানে উর্দু ভাষায় প্রদর্শনী চলছে এবং সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে মেগাহিট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ ছবির সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনাও রয়েছে তার। এছাড়া, রাফী বর্তমানে ওপার বাংলার জিৎ ও শরীফুল রাজকে নিয়ে ‘লায়ন’ চলচ্চিত্র এবং ‘ব্ল্যাক মানি’ ওয়েবসিরিজের কাজ নিয়ে ব্যস্ত। ওয়েবসিরিজটিতে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল, পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।