শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও লিভারপুলের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ হলো ২-২ গোলের ড্রয়ে। এমিরেটসে রোববার (২৭ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে জেতেনি কোনো দলই। ফলে, ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে লিভারপুল।
লিভারপুল দু’বার পিছিয়ে পড়েও ১ পয়েন্ট নিয়ে মার্সিসাইডে ফিরেছে। বর্তমানে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি, যারা সমান ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে। আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর চাপ আরও বাড়লো, কারণ তারা ওয়েস্ট হামের কাছে ২-১ গোলে হেরে গিয়ে তালিকার ১৪ নম্বরে নেমে গেছে। একই দিনে চেলসি ২-১ গোলে নিউক্যাসলকে হারিয়েছে, এবং ক্রিস্টাল প্যালেস ১-০ গোলে টটেনহামকে হারিয়ে প্রথম জয় পেয়েছে।