শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নেই : ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নেই : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি সোমবার ঢাকায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় বলেন, “যারা জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করেছিল এবং বর্তমানে মাথা উঁচু করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ অতীতে ক্ষমতার জন্য জনগণের সহানুভূতি চেয়ে ক্ষমতায় এসে গণহত্যা চালিয়েছিল এবং তাদের নেতারা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল।”

তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ তাদের কর্মফল পেয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং তার সঙ্গীরা পালানোর চেষ্টা করছেন।”

জামায়াত আমির আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিচার প্রক্রিয়ায় জামায়াত নেতাদের হয়রানি করার অভিযোগ করেন। তিনি বলেন, “আওয়ামী লীগ তাদের লজ্জাজনক কর্মকাণ্ড আড়াল করতে গুমের সংস্কৃতি চালু করেছে।”

তিনি জনগণের সমর্থন কামনা করে বলেন, “আমরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং রাষ্ট্রের দায়িত্ব পেলে সেবক হিসেবে কাজ করবো।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com