রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যশ দাশগুপ্তের সঙ্গে ঘর বেঁধেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, তাঁদের রসায়ন বেশ জনপ্রিয়। তবে এবার পর্দায় নতুন রসায়ন তৈরি হচ্ছে বলিউড অভিনেতা সাহিল ফুলের সঙ্গে।
নতুন এই জুটি গড়ে তুলেছেন পরিচালক রাজর্ষি দে, যিনি টলিউডে মাল্টিস্টারার ছবির জন্য বিখ্যাত। তাঁর আসন্ন সিনেমা ‘ও মন ভ্রমণ’-এ দেখা যাবে নুসরাত ও সাহিল ফুলকে একসঙ্গে। ছবিটি চার বন্ধুর গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে, যেখানে আরও থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অনন্যা বন্দ্যোপাধ্যায়।
রাজর্ষি দে’র এ ছবিতে নুসরাত জাহানের চরিত্রে সাহিল ফুলের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে নুসরাতের ব্যক্তিগত জীবন এখনও যশের সঙ্গেই বাঁধা। সব মিলিয়ে এটি নতুন এক পর্দার রোমান্স হিসেবে ধরা দিতে যাচ্ছে।
এই ছবির মাধ্যমে টলিউডে সাহিল ফুলের আগমন এবং নুসরাতের নতুন পর্দা সঙ্গী হিসেবে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে আসবে।