শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৬০

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৬০

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লেবাননের পূর্বাঞ্চলের বালবেক শহরে ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দিনভর চলা ইসরাইলি হামলায় এই প্রাণহানি ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর হামলায় দেশটিতে এ পর্যন্ত মোট ২ হাজার ৭১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২৭ জন শিশু। আহতের সংখ্যা পৌঁছেছে ১২ হাজার ৫৯২ জনে।

ইসরাইলি বাহিনী এখনও লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে। তারা বাঙ্কার-বাস্টিং বোমা ব্যবহার করছে, যা গভীর সুড়ঙ্গে আঘাত হানার সক্ষমতা রাখে এবং একটি ভবনকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে।

গাজা সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলমান। এই সংঘাতে এখন পর্যন্ত অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। হিজবুল্লাহ বলেছে যে তারা হামাসের সমর্থনে লড়াই চালিয়ে যাবে এবং গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম বন্ধ করবে না।

সম্প্রতি ইসরাইল গাজার পরিবর্তে লেবাননের দিকে মনোযোগ বাড়িয়েছে। ইসরাইলের বিভিন্ন আক্রমণে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের আঘাত হানা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ব্যাপক আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com