শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

বাহুবলে মা-মেয়ে খুনের ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ

বাহুবলে মা-মেয়ে খুনের ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ

হবিগঞ্জ সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মা-মেয়েকে হত্যার ঘটনায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় প্রদান করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫), হবিগঞ্জের বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), এবং হাজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৭ মার্চ রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় ডাকাতির উদ্দেশ্যে ঢুকে আসামিরা নগদ ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় এবং গৃহকর্ত্রী অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত দাশ বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এবং আসামি আমির হোসেন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com