শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

নাইম কাসেমকে দলের নেতা ঘোষণা করলো হিজবুল্লাহ

নাইম কাসেমকে দলের নেতা ঘোষণা করলো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের নতুন প্রধান হিসেবে নাইম কাসেমকে ঘোষণা করেছে। মঙ্গলবার দলের সাবেক উপ-প্রধান নাইমকে শীর্ষনেতা করা হয়েছে, যা হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হওয়ার প্রক্রিয়া।

সেপ্টেম্বরের শেষ দিকে ইসরায়েলি হামলায় বৈরুতে নিহত হন নাসরাল্লাহ, যিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন। ঐ সময় ইসরায়েল হিজবুল্লাহর অন্যান্য সিনিয়র নেতাদেরও টার্গেট করেছিল। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, নাইম কাসেম হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি গভীর আনুগত্যের কারণে শীর্ষনেতার পদে নির্বাচিত হয়েছেন।

৭১ বছর বয়সী নাইম কাসেম লেবাননের নাবাতিহ অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং শিয়া রাজনৈতিক সক্রিয়তায় বহু বছর ধরে জড়িত ছিলেন। ১৯৭০-এর দশকে ইমাম মুসা আল-সদরের নেতৃত্বাধীন আন্দোলনে যুক্ত হয়ে তিনি আমাল গোষ্ঠীর সাথে কাজ করেন, পরে হিজবুল্লাহতে যোগ দিয়ে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের অংশ হন। ১৯৯১ সালে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি-জেনারেল নির্বাচিত হন এবং সংগঠনের শিক্ষামূলক ও সাংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com