শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

ছেলে মারা গেছেন চারদিন, জানেন না অন্ধ বাবা-মা

ছেলে মারা গেছেন চারদিন, জানেন না অন্ধ বাবা-মা

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের হায়দরাবাদের অন্ধ কলোনিতে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ৩০ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছিল চার দিন আগে, তবে অন্ধ বাবা-মা তা বুঝতে পারেননি। খাবারের জন্য ছেলেকে ডাকলেও কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে মৃত ছেলের সঙ্গেই বসবাস করতে হয়েছে তাদের।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার প্রতিবেশীরা বাড়ির ভেতর দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ছেলের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় থানার প্রধান কর্মকর্তা সুরিয়া নায়ক বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ৬০ বছর বয়সী ওই অন্ধ দম্পতি খাবার ও পানির জন্য ছেলেকে ডাকছিলেন, তবে প্রতিবেশীরা কিছু শুনতে পাননি। পুলিশ দম্পতিকে করুণ অবস্থায় উদ্ধার করে এবং দ্রুত খাবার ও পানি সরবরাহ করে।

সুরিয়া নায়ক আরও বলেন, ধারণা করা হচ্ছে, বৃদ্ধ দম্পতির ছেলে সম্ভবত ঘুমের মধ্যে মারা গিয়েছিল। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর পরিবারের বড় ছেলেকে খবর দেওয়া হয়, যিনি শহরের অন্য প্রান্তে বাস করেন। এখন তিনিই তাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com