শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

সহায়ক ট্রাফিক পুলিশে ৭০০ শিক্ষার্থীর নিয়োগ

সহায়ক ট্রাফিক পুলিশে ৭০০ শিক্ষার্থীর নিয়োগ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আসন্ন ১ নভেম্বর থেকে রাজধানীতে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে ৭০০ শিক্ষার্থী নিয়োগ পাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ৪০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হবে, পরবর্তীতে এ সংখ্যা ৭০০-তে উন্নীত হবে। রাজধানীর যানজটপ্রবণ পয়েন্টগুলোতে প্রতিদিন ৪ ঘণ্টা করে সকাল ও বিকেলে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন।”

উপদেষ্টা সজীব ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে এক হাজার যুবককে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে নির্বাচিত ৭০০ জন শিক্ষার্থী ট্রাফিক দায়িত্বে অংশ নেবেন।

তিনি আরও জানান, সারা দেশে ৬৪টি খাল পরিষ্কার কার্যক্রম শুরু হবে, যার মধ্যে ঢাকার রামপুরা-জিরানী খাল অন্তর্ভুক্ত।

এছাড়া দেশে বর্তমানে ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার এবং মোট বেকারের সংখ্যা প্রায় ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থান এবং ৯ লাখ যুবককে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা সজীব ভূঁইয়া।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com