বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

সংস্কার কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

সংস্কার কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

অনলাইন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনকে কারিগরি ও লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন। বুধবার রাজধানীর একটি হোটেলে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বৈঠক শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, “কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট বা লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হলে, জাতিসংঘ তা দিতে আগ্রহী। এ সহায়তা সংস্কার কমিশনের কাজকে আরো দক্ষ ও কার্যকর করে তুলবে।”

ড. ইফতেখারুজ্জামান আরও জানান, বৈঠকে বৈষম্যহীন ও সম-অধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জাতিগত বৈচিত্র্য নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় বহুমুখী ঝুঁকি মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, দুই দিনের সফরে গত ২৮ নভেম্বর রাতে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক, যার লক্ষ্য মানবাধিকার ও উন্নয়নমূলক সহায়তার প্রসার।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com