শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

নিজেস্ব প্রতিবেদক: নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা, ৯ নভেম্বর: সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করে এ ঘটনার নিন্দা জানান।

মিছিলটি রাজধানীর পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব, বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আবার আল রাজী কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুব অধিকার পরিষদের নেতারা।

সমাবেশে নেতারা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার তীব্র নিন্দা জানিয়ে হেনস্থাকারীদের পাসপোর্ট বাতিল এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com