শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিন

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিন

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। শুক্রবার এক ফোনালাপে আব্বাস ট্রাম্পকে অভিনন্দন জানান এবং গাজা ও আল আকসা অঞ্চলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ফিলিস্তিন প্রেসিডেন্টের দপ্তর জানায়, ট্রাম্পও যুদ্ধ বন্ধে আব্বাসের সঙ্গে কাজ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে গাজায় শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় তিনি আব্বাসের সঙ্গে সহযোগিতায় আগ্রহী।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলের দিকে হামাস হাজার হাজার রকেট ছোড়ে, যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান চালায়। এতে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক লাখ মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com