শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবককে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরকান্দা এলাকা থেকে তাদের মদ সহ আটক করা হয়।
আটকরা হলেন, মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের উদয় (২৪), কানুন (২৬), বিশ্বজিৎ (২১), নিকাশ (২২), মোহাম্মদ পাভেল (২০), কালি পদ (৩৫) ও সাপ্ত চন্দ্র (২৩)।
শনিবার সকালে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার কলমাকান্দা -ঠাকুরাকোনা সড়কে চেকপোস্ট পরিচালনা করে যৌথবাহিনী। সন্ধ্যা ৬ টার দিকে কলমাকান্দা থেকে ঠাকুরাকোনাগামী একটি অটোরিকশা চেকপোস্টে থামায় যৌথবাহিনীর সদস্যরা। এ সময় তাদেরকে তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ পাওয়ার পর অটোরিকশায় থাকা ৭ যুবককে আটক করা হয়। সীমান্ত থেকে মদ সংগ্রহ করে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিলেন ওই যুবকরা। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন আরো বলেন, এ ঘটনায় ওই ৭ যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।