শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

আ.লীগকে বিক্ষোভের অনুমতি দেওয়ার সুযোগ নেই: প্রেস সচিব

আ.লীগকে বিক্ষোভের অনুমতি দেওয়ার সুযোগ নেই: প্রেস সচিব

নিউজ ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
আওয়ামী লীগকে আগামীকাল রোববার (১০ নভেম্বর) বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৯ নভেম্বর) এক ফেসবুকে পোস্টে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ এখন যে রূপে আছে, তাতে এটি একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ, জমায়েত এবং মিছিল করার চেষ্টা করলে তাকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মুখোমুখি হতে হবে। সহিংসতা কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না অন্তর্বর্তী সরকার।’
আওয়ামী লীগ আগামীকাল বেলা ৩টায় শহিদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির ঘোষণা করেছে দলটি। আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বানও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com