শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) বেলুচিস্তানের কেচ জেলায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে চারজন সন্ত্রাসী নিহত হন। বালগাটার এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের খবর পেয়ে এই অভিযান চালানো হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। সংঘর্ষে নিহতদের মধ্যে একজন সানা, যিনি মাজিদ ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং আত্মঘাতী বোমা হামলাকারীদের রিক্রুটমেন্টে জড়িত ছিলেন। অভিযানে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার ও বুধবার উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায় পৃথক অভিযানে অন্তত আটজন সন্ত্রাসী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আইএসপিআর জানিয়েছে, এই অভিযানে সন্ত্রাসীদের আস্তানাকে সফলভাবে টার্গেট করা হয়। অবশিষ্ট জঙ্গিদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান চলছে।