শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর বিএসএল ভবনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এই আয়োজনটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সারজিস আলম জানান, তালিকা প্রণয়নের কাজ অব্যাহত রয়েছে। তিনি বলেন, “শহীদ পরিবারের তথ্য সংগ্রহ সহজ হলেও আহতদের তথ্য ভেরিফাই করতে কিছুটা সময় লাগছে। আমরা নভেম্বরের মধ্যেই তথ্য সংগ্রহ শেষ করব এবং ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।”
এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, “শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। তবে আহতদের পুনর্বাসনের জন্য অবস্থা অনুযায়ী ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। যারা চিকিৎসার জন্য ৩ লাখ টাকার বেশি খরচ করেছেন, ডকুমেন্ট প্রদর্শন করলে তাদের পুরো টাকাই ফেরত দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
এ ধরনের উদ্যোগ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এবং তাদের পরিবারগুলোর প্রতি সরকারের সহানুভূতির প্রকাশ বলে আখ্যায়িত করেন বক্তারা।