শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে দাবি ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডারের

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে দাবি ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডারের

ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভেলারি ঝালুঝনি

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তৃতীয় বিশ্বযুদ্ধ চলতি বছরই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডার ভ্যালারি জালুঝনি। রাশিয়ার মিত্র দেশগুলোর সরাসরি সংঘাতে জড়ানোকে এই যুদ্ধের ইঙ্গিত বলে উল্লেখ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইউক্রেনস্কা প্রাভদার ‘ইউপি১০০’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ভ্যালারি জালুঝনি, যিনি বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে জালুঝনি বলেন, ‘২০২৪ সালে এসে এটা স্পষ্ট যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।’ তিনি রাশিয়ার মিত্র দেশগুলোকে সংঘাতে সরাসরি যুক্ত করার ঘটনাকে যুদ্ধ ছড়িয়ে পড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেন।

জালুঝনি দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা ফ্রন্টলাইনে রয়েছে এবং ইরানের তৈরি শাহিদি ড্রোন ব্যবহার করে বেসামরিক মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। এছাড়া চীনা অস্ত্রও এই সংঘাতে ব্যবহৃত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি সতর্ক করে বলেন, ‘ইউক্রেনের ভূখণ্ডেই সংঘাত বন্ধ করা সম্ভব, কিন্তু আমাদের মিত্ররা যথাযথ পদক্ষেপ নিতে দেরি করছে। এর ফলে ইউক্রেন আরও শত্রুর সম্মুখীন হচ্ছে।’

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাতকে আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, ‘যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায়, আমরা সমান প্রতিক্রিয়া জানাব। যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহার করতে দিচ্ছে, তাদের ওপর হামলা চালানোর অধিকার রাশিয়ার রয়েছে।’

বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ার পাল্টা হামলা বিশ্বকে নতুন এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com