শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

পশ্চিমাদের প্রতি পুতিনের হুঁশিয়ারি: “আমাদের মতো অস্ত্র আর কারও নেই”

পশ্চিমাদের প্রতি পুতিনের হুঁশিয়ারি: “আমাদের মতো অস্ত্র আর কারও নেই”

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন, যা বিশ্বকে নতুন উদ্বেগের মধ্যে ফেলেছে। তিনি দাবি করেছেন, রাশিয়ার কাছে এমন অস্ত্র রয়েছে, যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। এই মন্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যখন তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা ঘনিয়ে উঠছে।

পুতিন বলেন, “আমাদের অস্ত্রগুলো প্রস্তুত রয়েছে। যেকোনো সময় এসব অস্ত্র কাজে লাগানো হবে।” তিনি আরও উল্লেখ করেন, তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র “ওরেশনিক” এমন একটি অস্ত্র, যা প্রতিহত করা অসম্ভব এবং এর মজুত যথেষ্ট পরিমাণে রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাশিয়া সফলভাবে “ওরেশনিক” ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পরে রুশ প্রতিরক্ষা বিভাগের শীর্ষ প্রতিনিধি ও নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন পুতিন। সেখানে তিনি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পুতিন বলেন, “রাশিয়া এখন নতুন হুমকির সম্মুখীন, তাই এই ক্ষেপণাস্ত্র উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বৈঠকে তিনি “ওরেশনিক” ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশও দেন।

বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের এই বক্তব্য এবং রাশিয়ার হাইপারসনিক অস্ত্র পরীক্ষার ঘোষণা পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এতে বিশ্ব রাজনীতির উত্তেজনা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন অনেকেই।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com