শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
অ্যান্টিগায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রথম দিন বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে ৩৬ বল আগেই সমাপ্ত হয়। দিনশেষে ৫ উইকেটের প্রাপ্তি নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। অন্যদিকে, নিজেদের প্রথম ইনিংসে ২৫০ রান করে কিছুটা স্বস্তিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে। পেসার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম প্রথম দুই ওভার মেডেন দেন। ১৪তম ওভারে তাসকিন আহমেদ এলবিডব্লিউ করেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে। এক ওভার বাদেই ওয়ান ডাউনে নামা ক্যাসি কার্টিকে মিড অনে ক্যাচ বানান তিনি। এতে ২৫ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর লুইস ও কেভম হজ ৫৯ রানের জুটি গড়লেও রান আউটে ভেঙে যায় জুটি। কিন্তু লুইস-আথানজে জুটি আক্রমণাত্মক হয়ে ওঠে। দুজনই সেঞ্চুরির পথে থাকলেও শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেননি। লুইস ৯৭ রানে মিরাজের বলে স্লিপে শাহাদাত দিপুর হাতে ক্যাচ দিয়ে আউট হন। আথানজেও ৯০ রানে তাইজুল ইসলামের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন।
দিনের শেষ মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি আর আলো স্বল্পতায় ৮৪তম ওভারে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। সপ্তম ব্যাটসম্যান হিসেবে জশুয়া দা সিলভা ক্রিজে এলেও পরবর্তীতে কোনো বিপর্যয় ঘটেনি।
৫ উইকেট তুলে নেওয়ায় বাংলাদেশ দিন শেষে কিছুটা এগিয়ে থাকলেও, দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলে নিতে না পারলে ওয়েস্ট ইন্ডিজ বড় স্কোর দাঁড় করাতে পারে।