শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন

স্টেডিয়াম প্রস্তুত না হলে সাফ আয়োজকের মর্যাদা হারানোর শঙ্কায় বাংলাদেশ

স্টেডিয়াম প্রস্তুত না হলে সাফ আয়োজকের মর্যাদা হারানোর শঙ্কায় বাংলাদেশ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

স্টেডিয়াম প্রস্তুত না হলে সাফ আয়োজকের মর্যাদা হারানোর শঙ্কায় বাংলাদেশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ মেয়েদের ফুটবলের আয়োজক হওয়ার মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়েছে। ১১-১৯ ফেব্রুয়ারি নির্ধারিত এই টুর্নামেন্ট আয়োজনের জন্য স্টেডিয়ামটি প্রস্তুত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। চার বছর ধরে চলমান সংস্কার কাজ এখনো শেষ হয়নি। বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) জানিয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) স্টেডিয়াম ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে। বিশেষত ফ্লাডলাইট স্থাপনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে টুর্নামেন্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন সম্ভব হবে না। বাফুফের এক কর্মকর্তা জানিয়েছেন, আয়োজক হওয়ার ফর্মে সই করার সময় এনএসসি’র আশ্বাসের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যদি স্টেডিয়াম প্রস্তুত না হয়, সাফ ফেডারেশন টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তন বা আয়োজক পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে। যদিও ভেন্যু নিয়ে অনিশ্চয়তা রয়েছে, বাংলাদেশ দল ইতোমধ্যেই প্রস্তুতির পরিকল্পনা সাজিয়েছে। নভেম্বরের শেষে মেয়েরা ক্যাম্পে যোগ দেবেন, এবং ১ ডিসেম্বর থেকে অনুশীলন শুরু হবে। ৩০ জন খেলোয়াড়ের এই দলটি শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নেবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের ফুটবলের প্রধান ভেন্যু। এখানে সাফ আয়োজন করতে পারলে দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদা বাড়বে। তবে সময়মতো কাজ শেষ না হলে আয়োজক হিসেবে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাবের ওপর নির্ভর করছে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা যাবে কিনা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com