শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম ক্লাব চট্টগ্রাম আবাহনী মারাত্মক আর্থিক সংকটে রয়েছে। ক্লাবটি এখনো খেলোয়াড়দের কোনো অর্থ পরিশোধ করতে পারেনি। আবাসন ও খাবারের ব্যবস্থা করেই আপাতত অনুশীলন চালিয়ে নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম আবাহনী এতদিন যারা পরিচালনা করতেন তারা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এখন দলের দেখাশোনা করছেন সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী। তিনি বলেন,
“খেলোয়াড়দের আমরা এখনো কোনো অর্থ দিতে পারিনি। খেলা শুরু হলে আরও খরচ বাড়বে, যা আমাদের জন্য বড় চিন্তার বিষয়।”
বাংলাদেশের ফুটবলে নিবন্ধনের সময় সাধারণত খেলোয়াড়রা ৩০-৭০% অর্থ অগ্রিম পেয়ে থাকেন। কিন্তু চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা এখনো কোনো অর্থ পাননি, যা তাদের মনোবলে প্রভাব ফেলছে।
চট্টগ্রাম আবাহনীকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন ক্লাবের সাবেক তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি। তিনি বলেন,
“সাবেক ফুটবলার হিসেবে আমাদের ছোট ভাইদের ভবিষ্যৎ এবং পরিবার নিয়ে চিন্তা করছি। প্রাণান্তকর চেষ্টা করছি তাদের কিছু দেওয়ার জন্য।”
“আমরা চ্যালেঞ্জ নিয়েছি, তবে কতদিন টিকতে পারব, সেই শঙ্কা রয়েই গেছে।”
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে চট্টগ্রাম আবাহনীর ইতিহাস জড়িয়ে আছে। ক্লাবটির মূলভিত্তি খাজা রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে তামিমের বাবা ইকবাল খান যুক্ত ছিলেন। তাই ক্লাব কর্তৃপক্ষ তামিম ইকবালের কাছ থেকে সহযোগিতার আশা করছে।
২৯ নভেম্বর লিগের উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী। দলটি সংকট কাটিয়ে কতটা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
এই পরিস্থিতি শুধু চট্টগ্রাম আবাহনীর নয়, বাংলাদেশের ফুটবলের আর্থিক সংকটের প্রতিচ্ছবি। ক্লাবগুলোকে টিকিয়ে রাখতে দ্রুত এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন।