শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ বিভিন্ন এলাকায় টানা দুই দিনের ভারি তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী:
গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে তুষারপাতে ৫৩টি গাড়ি আটকে পড়ে। এতে ১১ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা অসহনীয় শীতের পরিস্থিতি তৈরি করবে। প্রেসিডেন্ট ইউন সুক ইউল সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তুষারপাত এবং তীব্র ঠাণ্ডায় নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে জরুরি হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।