শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ায় ভারি তুষারপাতে ৫ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় ভারি তুষারপাতে ৫ জনের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ বিভিন্ন এলাকায় টানা দুই দিনের ভারি তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী:

  • তুষারপাতের কারণে ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
  • ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।
  • ১,০০০-এর বেশি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
  • ১,২০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে তুষারপাতে ৫৩টি গাড়ি আটকে পড়ে। এতে ১১ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা অসহনীয় শীতের পরিস্থিতি তৈরি করবে। প্রেসিডেন্ট ইউন সুক ইউল সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তুষারপাত এবং তীব্র ঠাণ্ডায় নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে জরুরি হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com