শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

চীনে ৮৩ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণখনি আবিষ্কার

চীনে ৮৩ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণখনি আবিষ্কার

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চীনের হুনান প্রদেশে পিংজিয়াং কাউন্টির ওয়াংগু এলাকায় প্রায় ১০,০০০ ফুট গভীরে এক বিশাল স্বর্ণখনি আবিষ্কৃত হয়েছে। হুনান প্রদেশের ভূতাত্ত্বিক ব্যুরোর তথ্যানুসারে, এই খনিতে প্রায় ১,০০০ টন আকরিকের অস্তিত্ব রয়েছে। এর বাজারমূল্য আনুমানিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

ভূতাত্ত্বিক দলটি অত্যাধুনিক থ্রিডি মডেলিং প্রযুক্তি এবং মেকানিক্যাল ড্রিলিং সরঞ্জাম ব্যবহার করে এই বিশাল স্বর্ণের মজুদ চিহ্নিত করেছে। আকরিক অনুসন্ধান বিশেষজ্ঞ চেন রুলিন জানিয়েছেন, ড্রিল করা নমুনাগুলোতে স্বর্ণের দৃশ্যমান উপস্থিতি ছিল, যা এই প্রকল্পকে একটি বড় সফল আবিষ্কার হিসেবে তুলে ধরেছে।

স্বর্ণ মজুদের পরিমাণ ও সম্ভাবনা:

প্রতি টন আকরিক থেকে সর্বাধিক ১৩৮ গ্রাম স্বর্ণ পাওয়া যাচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে প্রায় ৩০০ টন আকরিক চিহ্নিত হয়েছে।
পুরো এলাকায় আনুমানিক ১,০০০ টন আকরিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই খনি চীনের খনিজ সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যেই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও স্বর্ণের অস্তিত্বের প্রমাণ মিলেছে, যা ভবিষ্যতে আরও বিশাল মজুদ আবিষ্কারের সম্ভাবনা বাড়াচ্ছে।

এই আবিষ্কার চীনের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিশ্ববাজারেও প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com