শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
র্স্পোটস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফিফার সর্বশেষ র্যাংকিং হালনাগাদে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির দল বছরের শেষ র্যাংকিংয়েও প্রথম স্থানটি ধরে রাখলেও রেটিং পয়েন্ট কিছুটা কমেছে। অন্যদিকে, ব্রাজিলের অবস্থান বদলায়নি; লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা এখনও আগের অবস্থানে।
র্যাংকিংয়ের শীর্ষ দশ:
আর্জেন্টিনা: বিশ্বকাপ বাছাইপর্বে মিশ্র ফলাফলের পরেও শীর্ষস্থান ধরে রেখেছে।
ফ্রান্স: বছরের শেষ দিকে স্থিতিশীল পারফরম্যান্স ধরে রেখেছে।
স্পেন: সাম্প্রতিক দুই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট কিছুটা বেড়েছে।
ইংল্যান্ড: একইভাবে উন্নতির ধারায় রয়েছে।
ব্রাজিল: ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ড্র করায় অবস্থান অপরিবর্তিত।
পর্তুগাল: এক ধাপ উন্নতি।
নেদারল্যান্ডস: এক ধাপ উন্নতি।
বেলজিয়াম: দুই ধাপ অবনতি।
ইতালি: আগের মতো নবম স্থান ধরে রেখেছে।
জার্মানি: এক ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। জামাল ভূঁইয়ার দল বর্তমানে ১৮৫ নম্বরে রয়েছে। অন্যদিকে, ভারতীয় দলের র্যাংকিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে। তাদের বর্তমান অবস্থান ১২৭।
আর্জেন্টিনার শীর্ষস্থান ধরে রাখা এবং ব্রাজিলের স্থবিরতা ফুটবলের বর্তমান পরিস্থিতির একটি প্রতিচ্ছবি। বাংলাদেশের মতো দলগুলোর জন্য র্যাংকিংয়ে উন্নতি করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধারাবাহিক পারফরম্যান্সের প্রয়োজন।