শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

দেশের সব আদালত ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি

দেশের সব আদালত ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের সব আদালত, বিচারকদের এজলাস ও বাসভবন, এবং আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কিছু নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যা প্রধান বিচারপতির গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। একইসঙ্গে দেশের জেলা আদালতসমূহেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের সব আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, “আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য এবং আদালতের ভাবমূর্তি বজায় রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

প্রধান বিচারপতির এই নির্দেশের মাধ্যমে আইনজীবী, বিচারক এবং আদালত সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com