শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন বছরের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে নিজেদের মাঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা নাটকীয় এই জয়ে প্রমাণ করে দিলেন কেন তারা স্প্যানিশ ফুটবলের এক অপ্রতিরোধ্য শক্তি।
ভ্যালেন্সিয়া ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় উগো দুরোর গোলে। রিয়ালের গোলরক্ষক কোর্তোয়ার ফিরতি শট কাজে লাগিয়ে তিনি সহজেই জাল খুঁজে নেন।
বিরতির পর, ৫২তম মিনিটে রিয়াল পেনাল্টির সুযোগ পায়, তবে জুড বেলিংহ্যামের শট পোস্টে লেগে ফিরে আসে। ধারাভাষ্যকাররা পেনাল্টির সিদ্ধান্ত এবং গোলরক্ষকের লাইন ছেড়ে এগিয়ে আসার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন, তবে রেফারি নতুন শট নেওয়ার সুযোগ দেননি।
৭৯তম মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। ভিনিসিয়াস জুনিয়র ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের কারণে লাল কার্ড দেখেন। রেফারি ভিএআর দেখে সিদ্ধান্ত দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে চাইছিলেন ভিনিসিয়াস, তবে সতীর্থ ও কোচিং স্টাফের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
৮৫তম মিনিটে বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ রিয়ালকে সমতায় ফেরান। বেলিংহ্যামের চমৎকার পাস থেকে গোলটি করেন ক্রোয়াট এই মিডফিল্ডার।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার উগো গিয়ামনের ভুলে সুবর্ণ সুযোগ পেয়ে যান বেলিংহ্যাম। ঠাণ্ডা মাথায় গোল করে রিয়ালকে জয় এনে দেন ইংলিশ তারকা।
এই জয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়ায় ১৯ ম্যাচে ৪৩। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আতলেটিকো মাদ্রিদ।