সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোণার পাঁচটি আসনে বিএনপির মনোনিত প্রার্থী যারা নেত্রকোণায় ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ বিষয়ক সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা টিপু সুলতানের স্ত্রী নিহত, আহত ২ মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২ মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু
নাটকীয় জয়ে শীর্ষে রিয়াল

নাটকীয় জয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন বছরের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে নিজেদের মাঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা নাটকীয় এই জয়ে প্রমাণ করে দিলেন কেন তারা স্প্যানিশ ফুটবলের এক অপ্রতিরোধ্য শক্তি।

ভ্যালেন্সিয়া ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় উগো দুরোর গোলে। রিয়ালের গোলরক্ষক কোর্তোয়ার ফিরতি শট কাজে লাগিয়ে তিনি সহজেই জাল খুঁজে নেন।

বিরতির পর, ৫২তম মিনিটে রিয়াল পেনাল্টির সুযোগ পায়, তবে জুড বেলিংহ্যামের শট পোস্টে লেগে ফিরে আসে। ধারাভাষ্যকাররা পেনাল্টির সিদ্ধান্ত এবং গোলরক্ষকের লাইন ছেড়ে এগিয়ে আসার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন, তবে রেফারি নতুন শট নেওয়ার সুযোগ দেননি।

৭৯তম মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। ভিনিসিয়াস জুনিয়র ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের কারণে লাল কার্ড দেখেন। রেফারি ভিএআর দেখে সিদ্ধান্ত দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে চাইছিলেন ভিনিসিয়াস, তবে সতীর্থ ও কোচিং স্টাফের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

৮৫তম মিনিটে বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ রিয়ালকে সমতায় ফেরান। বেলিংহ্যামের চমৎকার পাস থেকে গোলটি করেন ক্রোয়াট এই মিডফিল্ডার।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার উগো গিয়ামনের ভুলে সুবর্ণ সুযোগ পেয়ে যান বেলিংহ্যাম। ঠাণ্ডা মাথায় গোল করে রিয়ালকে জয় এনে দেন ইংলিশ তারকা।

এই জয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়ায় ১৯ ম্যাচে ৪৩। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আতলেটিকো মাদ্রিদ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com