শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

শীর্ষে থাকা লিভারপুলকে রুখে দিল ইউনাইটেড

শীর্ষে থাকা লিভারপুলকে রুখে দিল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কোচ বদলালেও ভাগ্য বদলাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। রুবেন আমোরিম দায়িত্ব নিয়েও জয়ে ফেরাতে পারেননি ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নদের। এই অবস্থায়ই গতকাল রবিবার রাতে টেবিলের শীর্ষ দল লিভারপুলের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। এদিন জয় না পেলেও জয়সমান ড্র এনে দিয়েছে আমোরিমের শিষ্যরা।
গতকাল রাতে ইউনাইটেড-লিভারপুল ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়। প্রথমার্ধে কোনো গোল না হলেও ৫২তম মিনিটে আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজের ৫২ মিনিটের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৫৯তম মিনিটে সমতা ফেরায় লিভারপুল, গোল দেন কেডি গাকপো।

৭০তম মিনিটে ইউনাইটেডকে হতাশায় ডুবিয়ে এগিয়ে যায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল আদায় করেন মিসরীয় তারকা মোহামেদ সালাহ। তবে ইউনাইটেডকে পয়েন্ট এনে দেন আমাদ দিয়ালো। সালাহর গোলের ১০ মিনিটের মাথায় গোল দেন আইভরিকোস্টের ২২ বছর বয়সী ফরোয়ার্ড।

ইউনাইটেড অবশ্য এদিন জয় নিয়েই ফিরতে পারত, যদি না হ্যারি ম্যাগুয়ের শেষ মুহূর্তে গোল মিস করতেন। যোগ করা সময়ের শেষ মিনিটে হ্যারি ম্যাগুয়ার ১০ গজ দূর থেকে আলিসনকে একা পেয়েও বার উঁচিয়ে মেরেছেন ইংলিশ এই ডিফেন্ডার। ফলে লিভারপুলের মাঠ অ্যানফিল্ড থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরতে হলো রেড ডেভিলদের।

চার ম্যাচ পর এই প্রথম কোনো ম্যাচে পয়েন্ট আদায় করতে পারল ইউনাইটেড। এই ড্রয়ের পরও পরিস্কার ব্যবধান রেখে শীর্ষে লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেও ৬ পয়েন্ট এগিয়ে আর্নে স্লটের দল। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট অলরেডদের। অন্যদিকে, ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ইউনাইটেড।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com