বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স দলের দায়িত্ব ছাড়বেন দেশম

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স দলের দায়িত্ব ছাড়বেন দেশম

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী কোচ দিদিয়ের দেশম ২০২৬ বিশ্বকাপের পর আর কোচের দায়িত্বে থাকবেন না। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমান মেয়াদ শেষে ফরাসি কোচের দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা নিজেই জানিয়েছেন দেশম।

সাফল্যে ভরপুর দেশমের ক্যারিয়ার
১৯৯৮ সালে দেশমের অধিনায়কত্বে প্রথম বিশ্বকাপ জেতে ফ্রান্স। এরপর ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সকে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করেন তিনি। ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় বিশ্বকাপ জেতার বিরল কীর্তি গড়েছেন দেশম।

২০১২ সালে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশম জাতীয় দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন। ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা, ২০১৮ বিশ্বকাপ জয়, ২০২১ উয়েফা নেশন্স লিগ জেতা—সবই দেশমের অধীনে। ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্স ফাইনালে উঠলেও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায়।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন দেশমের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায়। তবে ৫৬ বছর বয়সী এই কোচ জানিয়েছেন, বর্তমান মেয়াদ শেষেই ইতি টানবেন।

দেশম এক সাক্ষাৎকারে বলেন, ‘২০২৬ সালে এটা শেষ হবে। নিজের কাছে আমি এ বিষয়ে পরিষ্কার। ফ্রান্সকে শীর্ষ পর্যায়ে ধরে রাখতে একইরকম প্যাশন ও আকাঙ্ক্ষা নিয়ে দায়িত্ব পালন করে এসেছি। তবে ২০২৬ বিশ্বকাপের পর ইতি টানার দারুণ সময়।’

তিনি আরও যোগ করেন, ‘সবারই একটা সময় থামার সিদ্ধান্ত নিতে হবে। এরপরও জীবন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্রান্সের শীর্ষ অবস্থান ধরে রাখা, যেমনটা তারা দীর্ঘদিন ধরে করেছে।’

দেশমের বিদায়ের পর ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন কিংবদন্তি জিনেদিন জিদান। ফুটবল বিশ্বে এই সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com