শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

সাফ চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য তারিখ ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেপালের কাঠমান্ডুতে হয়ে গেল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাহী কমিটির সভা। সাফের সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে হওয়া এই সভায় দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে, ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয়েছে।

আগামী জুন-জুলাইয়ে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এই টুর্নামেন্টটি আয়োজিত হবে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সেটি সম্ভব না হলে বিকল্প পদ্ধতিও ভেবে রাখা হয়েছে বলে জানান তিনি।

এক ভিডিও বার্তায় আনোয়ারুল হক হেলাল বলেন, ‘২০২৫ সালের টুর্নামেন্টের ক্যালেন্ডারের অুনমোদন দেওয়া হয়েছে। এর বাইরে আমরা নতুন আরেকটি টুর্নামেন্ট করতে চাই, সেটা সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ, সেটার অনুমোদন দিয়েছি এবং এ বছর এটা হবে। এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপও এ বছর হবে; এটার সম্ভাব্য তারিখ আমরা ঠিক করেছি ১৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত।’

সাফের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘খুব শিগগিরই, চলতি মাসের মধ্যে আমরা সব ফেডারেশনের সাধারণ সম্পাদকদের সাথে বসে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত করব। কোনো কারণে যদি এবার হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে না হয়, তাহলে এ বছরের আসরটি সেনির্দিষ্ট একটি দেশে হবে। তবে আমরা চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে করতে এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

প্রসঙ্গত, সাফের সবশেষ আসর আয়োজিত হয়েছে ২০২৩ সালে, ভারতের বেঙ্গালুরুতে। টুর্নামেন্টে সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ভারত। সেমিফাইনালে কুয়েতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এই টুর্নামেন্টে ২০০৩ সালে প্রথম ও শেষবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীরা সবশেষ ফাইনাল খেলেছিল ২০০৫ সালে। ছেলেদের আসরে রেকর্ড ৯বারের চ্যাম্পিয়ন ভারত।

এদিকে, সাফের সভায় ছেলে ও মেয়েদের ক্লাব ফুটবলের টুর্নামেন্ট আয়োজনের একটা পথরেখারও অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছর থেকে ২০৩০ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট হবে। সেখানে আটটি দল অংশগ্রহণ করবে। দুইটি গ্রুপে খেলবে দলগুলো। এই টুর্নামেন্টও হবে হোম অ্যাওয়ে ভিত্তিতে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাফ সদস্যদেশের দুটি ক্লাব খেলবে টুর্নামেন্টে। বাকি ৬ দেশ থেকে খেলতে পারবে একটি করে দল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com