শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

নেত্রকোণায়  পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

নেত্রকোণায়  পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুরে এলোপাথারি কুপিয়ে এক পুলিশ  কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকান্ড হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে দুর্বৃত্তদের কোপানো ঘটনার পর রাত ৯ টার দিকে ময়মনসিংহ  হাসপাতালে মারা যান তিনি।
এস আই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন
দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, সন্ধায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাথারি কোপে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে   রাত ৯ টার দিকে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, সন্ধ্যায় বাজার করার উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হন শফিকুল। পথে দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্যে করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি বলেন, ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ধারণা করছি পারিবারিক বিরোধ থেকে এই হত্যার ঘটনা হয়েছে।  ফুটেজ বিশ্লেষণ করে দেখে হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। পারিবারিক বিরোধ ছাড়াও অন্য সবদিক মাথায় রেখে হত্যা ঘটনার তদন্ত করা হচ্ছে।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার সুমি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com