শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় ক্লিনআপ নাগরিক আলোচনা শীর্ষক প্রি-মিটিং অনুষ্ঠিত

নেত্রকোণায় ক্লিনআপ নাগরিক আলোচনা শীর্ষক প্রি-মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিছন্নতা কর্মসূচি বাস্তবায়নে নেত্রকোণায় ক্লিনআপ নাগরিক আলোচনা শীর্ষক প্রি-মিটিং অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “Integrated Approach towards Sustainable Plastics Use and Marine Litter Prevention in Bangladesh” প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা সৃষ্টি, ক্লিনআপ প্রোগ্রাম এবং সেমিনার আয়োজনের লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন UNIDO-এর প্রতিনিধি সাব্বির হোসাইন।

সভায় উপস্থিত ছিলেন বারসিক-এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ অহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক ভজন দাস, এআরএফবি’র সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি তানভির হায়াত খান, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিডি ক্লিন, ক্লিনআপ, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এবং বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ খান।

সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা ও পরিছন্নতার গুরুত্ব এবং পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com