মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

ইসরায়েলের নৌ ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের নৌ ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইসরায়েলের হাইফা নৌ ঘাঁটিতে সফল স্কোয়ারড্রোন ও বিমান হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১১ নভেম্বর) আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট দিয়ে এই হামলার তথ্য প্রকাশ করে।

অন্যদিকে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ শিশু ও ৯ নারী রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে লাশ ও আহতদের বের করতে কাজ করছেন।

লেবাননের আলমাত গ্রামে ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ ২৩ জন লেবানিজ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতসহ বিভিন্ন এলাকায় আরও ৩৮ জন নিহত হয়েছেন।

সিরিয়ার রাজধানী দামেস্কেও ইসরায়েলি সেনারা আবারও বিমান হামলা চালিয়েছে, এতে নারী ও শিশুসহ ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com