বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভুইয়া গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার হলেন, বারহাট্রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন।
বৃহস্পতিবার বিকালে তাকে ঢাকার কল্যানপুর থেকে গ্রেপ্তার করে র্যাব-১৪ ।
গ্রেপ্তার খায়রুল কবির খোকন (৫৪) উপজেলার প্রেমনগর গ্রামের পশর আলীর ছেলে।
র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার মধ্যে ৪ অগাষ্ট দুপুরে খায়রুল কবির খোকনের নেতৃত্বে দলীয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বারহাট্টা সদরের মাইল্যাব ডায়াগনেস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এ নিয়ে ৯ অগাষ্ট বারহাট্রা থানায় মোঃ আশিক মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলার পর থেকে খোকন এলাকা ছেড়ে পালিয়ে যান। তাকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকাল সাড়ে তিনটার দিকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৪ এর সদর কোম্পানী অভিযানে নামে। তখন তাকে ডিএমপি মিরপুর থানার কল্যানপুর থেকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বারহাট্টা থানায় খোকনকে হস্তান্তর করা হয় বলে জানান, স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির ।
এর আগে ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ৬টার দিকে নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খান ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন।
পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সাবেক এই মেয়রকে গ্রেফতার করেন। পরে তাকে নেত্রকোণা পুলিশে হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার নাশকতার মামলায় আদালতে তাকে সোপর্দ করলে নেত্রকোণা সদর আমলী আদালতের প্রধান বিচারিক হাকিম মো: কামাল হোসাইন তিন দিনের পুলিশী হেফাজতে পাঠান।
অপরদিকে গত ৪ সেপ্টেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
কেন্দুয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৪ লাখ টাকার মালামাল লুটের মামলায় পরদিন ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নেত্রকোণা বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হয়।