মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২ মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু নেত্রকোণায় ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন, সভাপতি আনোয়ারুল-সম্পাদক রফিকুল দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নেত্রকোণায় পৌর বিএনপি নেতা মুঘল আজম ৯ দিনেও গ্রেপ্তার হয়নি
মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু

মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু

একে এম এরশাদুল হক জনি, নেত্রকোণা:

হযরত শাহসুলতান (রহ.)-এর মাজার জিয়ারত ও কুরআন খতমের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নবনির্বাচিত নেত্রকোণা জেলা বিএনপি কমিটি। রবিবার বাদ আসর বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে তারা সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। এতে বক্তব্য রাখেন এস এম শফিকুল কাদের সুজা, তাজেদুল ইসলাম ফারাস সুজাত, ফরিদ আহম্মেদ ফকির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডা. আনোয়ারুল হক বলেন, “হযরত শাহ সুলতান (রহ.)-সহ ৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পূণ্যভূমি নেত্রকোনার তৃণমূল নেতৃবৃন্দ প্রতিকূলতা উপেক্ষা করে আমাদের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেছেন। এজন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন কমিটি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। এ জন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com