মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
হযরত শাহসুলতান (রহ.)-এর মাজার জিয়ারত ও কুরআন খতমের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নবনির্বাচিত নেত্রকোণা জেলা বিএনপি কমিটি। রবিবার বাদ আসর বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে তারা সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। এতে বক্তব্য রাখেন এস এম শফিকুল কাদের সুজা, তাজেদুল ইসলাম ফারাস সুজাত, ফরিদ আহম্মেদ ফকির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. আনোয়ারুল হক বলেন, “হযরত শাহ সুলতান (রহ.)-সহ ৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পূণ্যভূমি নেত্রকোনার তৃণমূল নেতৃবৃন্দ প্রতিকূলতা উপেক্ষা করে আমাদের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেছেন। এজন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন কমিটি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। এ জন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”