মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা পৌরসভার পানি রক্ষণাবেক্ষণ শাখার কর্মী ইজ্জত খান রানার (৫১)- হাতের আঙুল কর্তনের ঘটনায় ৯ দিনেও গ্রেপ্তার হয়নি পৌর বিএনপি নেতা মুঘল আজম খান।
জানা যায়, গত রবিবার (৩ আগস্ট) বিকেলে ইজ্জত খান রানা নেত্রকোণা পৌরসভার পশ্চিম সাতপাই এলাকায় তার বাবা মৃত আলী হোসেন খানের নামে বিআরএস রেকর্ডকৃত জমিতে ট্রাক্টর নিয়ে হালচাষ করতে যান।
এ সময় মুঘল আজম খান ও শাহনূর খানের লোকজন তার ওপর হামলা করে। হামলায় রানার হাতের দুটি আঙুলের অগ্রভাগ কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. শাহনেওয়াজ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত মামলায় আসামী শাহনূর খানকে প্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।