সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোণা জেলা শাখার বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, জনগণ আর পাতানো নির্বাচন মেনে নেবে না। সুষ্ঠু গণতন্ত্রের জন্য পি আর পদ্ধতির নির্বাচনই একমাত্র সমাধান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোণাজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের সাবেক আমীর, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও নেত্রকোনা-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক বলেছেন—
“আগামী নির্বাচন পি আর পদ্ধতিতেই দিতে হবে। বাংলাদেশের মানুষ আর পাতানো নির্বাচন মেনে নেবে না। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, স্বৈরশাসক পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশে থেকে নানা ষড়যন্ত্র করছে; তাদের বিচারের আওতায় আনতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শহরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল্লাহ ভূইয়া, মোঃ নজরুল ইসলাম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমীর ডাঃ আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা আমীর ছাদেক আহমাদ হারিছ বলেন—
“ভোট চুরি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রুখতে পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। সকল ভোটের মূল্যায়নের একমাত্র পথই হচ্ছে পিআর পদ্ধতি। বাংলাদেশের মানুষ এখন এই দাবিতে ঐক্যবদ্ধ।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।