মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ (নেত্রকোনা):
বদলির ছয় মাস পার হলেও সরকারি কোয়ার্টার ছাড়েননি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক। ফলে নিয়মবহির্ভূতভাবে তারা এখনও হাসপাতালের কোয়ার্টারে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (৩১ আগস্ট) এ ঘটনায় বদলীকৃত ডাক্তার ডা. সঞ্জীব দত্ত চপল ও ডা. মারুফ-উল-আলম তালুকদারকে সরকারি কোয়ার্টারের বকেয়া ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করে দ্রুত কোয়ার্টার ছাড়ার জন্য নোটিশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল হক।
ডা. সঞ্জীব দত্ত চপল বর্তমানে ধর্মপাশায় কর্মরত থাকলেও মোহনগঞ্জ হাসপাতালে পদ্মা ভবনের ডরমেটরিতে বছরের পর বছর বসবাস করছেন। বদলি হওয়ার পরও তিনি ছয় মাস ধরে কোয়ার্টার ছাড়েননি এবং ভাড়াও পরিশোধ করেননি। অপরদিকে ডা. মারুফ-উল-আলম তালুকদার খালিয়াজুরীতে বদলি হলেও পরিবারের সঙ্গে মোহনগঞ্জ কোয়ার্টারে থাকছেন। তার কাছ থেকেও বকেয়া ভাড়া আদায় হয়নি।
এ বিষয়ে ডা. মারুফ-উল-আলম তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে ডা. সঞ্জীব দত্ত জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েই তিনি এখনো কোয়ার্টারে আছেন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল হক বলেন, “আমি বিষয়টি প্রথমে জানতাম না। তবে আজই তাদের নামে নোটিশ পাঠানো হয়েছে।”