সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
একে এম এরশাদুল হক জনি, নেত্রকোণা:
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম হেলালি। দুজনই সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব ছিলেন।
শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।
গভীর রাতে সম্মেলনের ভোট গণনা শেষে নির্বাচনের প্রধান কমিশনার এডভোকেট এম.এ. আউয়াল সেলিম ফলাফল তুলে দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের হাতে। পরে তিনি ফলাফল ঘোষণা।
এর আগে দুপুরে মোক্তারপাড়া মাঠে প্রধান অতিথি হয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। পরে বিকেল থেকে রাত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক (ছাতা প্রতীক) এবং এডভোকেট মাহফুজুল হক (চেয়ার প্রতীক)। এর মধ্যে অধ্যাপক ডা. আনোয়ারুল হক ১,২৭৫ ভোট পেয়ে বিপুল ভোটে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে এডভোকেট মাহফুজুল হক পান ২১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. রফিকুল ইসলাম হিলালী (মাছ প্রতীক), আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি প্রতীক) ও এস.এম. মনিরুজ্জামান দুদু (ফুটবল প্রতীক) । তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ডা. রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে এডভোকেট পান ৭২১ ভোট এবং মনিরুজ্জামান দুদু পান ১৮ ভোট।
বাতিল হয় ১০ ভোট। মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর এ নির্বাচনে ভোট দেন।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন চিকিৎসক আনোয়ারুল হক। পরবর্তীতে ২০১৬ সালের মার্চে ১৯২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়, যা ২০১৯ সালের আগস্টে বিলুপ্ত ঘোষণা করা হয়। তখনই গঠিত হয় আহ্বায়ক কমিটি, যার নেতৃত্বে ছিলেন আনোয়ারুল হক ও রফিকুল ইসলাম। সেই কমিটির অধীনেই দীর্ঘদিন জেলার বিএনপির কার্যক্রম পরিচালিত হচ্ছিল।