শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার আবু আব্বাস ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থী তাঈম তালুকদার তনয়কে (১৬) ছুরিকাঘাত করেছে কিছু চিহ্নিত মাদকাসক্ত শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, কলেজে ভর্তি হওয়ার মাত্র তিনদিনের মাথায় দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীর দৌরাত্ম্যের শিকার হন তনয়।
অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নবীনদের কাছ থেকে জোরপূর্বক টাকা-পয়সা ও মোবাইল আদায় করে মাদকসেবন করে আসছে। একইসঙ্গে ছাত্রীদেরও ইভটিজিং করে তারা।
গত মঙ্গলবার দুপুরে তনয়ের কাছে টাকা দাবি ও গ্রুপে যোগ দেওয়ার চাপ দেয় তারা। তনয় রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।
বক্তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদকসেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে নিরাপদ পরিবেশ ফিরিয়ে না আনলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
আবু আব্বাস কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ বলেন,“ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। তনয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠাই।”
নেত্রকোণা মডেল থানার ওসি শাহ নেওয়াজ খান বলেন, “ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভুক্তভোগী মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”