রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দরে আটক

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খান ঢাকা বিমানবন্দরে আটক হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার ফয়েজ আহমেদ নেত্রকোণার আলো ডটকমকে জানান, বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সাবেক এই মেয়রকে আটক করেন।
সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি উকিলপাড়া এলাকার বাসায় বসবাস করতেন। তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। সাবেক মেয়র নজরুল ইসলাম খান নেত্রকোণা পৌরসভায় তিনবার নির্বাচিত মেয়র হন। তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
বেলা দুইটার দিকে জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, এখন নাগাদ বিমানবন্দরে আটক আছেন সাবেক মেয়র নজরুল ইসলাম খান। তাকে নেত্রকোণা জেলা পুলিশে হস্তান্তর করা হবে। ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। পরে তাকে ভাংচুরসহ বিস্ফোরক আইনে নেত্রকোণা মডেল থানায় দায়ের তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেন, তিনি নেত্রকোণার আলো ডটকমকে ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com